বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছেন, খুব দ্রুতই বোর্ড সভা ডেকে বিসিবি নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।
আজ ঢাকার একটি হোটেলে বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবির আসন্ন নির্বাচন ও আবার দায়িত্বে আসা নিয়ে এসব কথা বলেন পাপন।
বিসিবি প্রেসিডেন্ট বলেন, ১ তারিখ (১ সেপ্টেম্বর) বোর্ড সভা আছে। যা যা নিয়মকানুন আছে, সেখানে আমরা ঘোষণা করে দেব। যত দ্রুত সম্ভব আমরা করে নির্বাচন ফেলব, দেরি হওয়ার কারণ নেই।
নিজের অংশগ্রহণের ব্যাপারটি তিনি খোলাসা করলেন না। তবে জানিয়ে রাখলেন, এবারের নির্বাচনে ভিন্ন কিছু দেখা যাবে।
বোর্ডপ্রধান বলেন, এটা বলা খুব কঠিন। ১ তারিখের বোর্ড সভার পর নির্বাচন নিয়ে একটু ভিন্নতা পাবেন আপনারা।
এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবারের নির্বাচন একটু আলাদা হবে।
অন্যান্যবারের মতো নাও হতে পারে।
অন্তত আমি সেটাই প্রস্তাব করব, গ্রহণ করা হবে কিনা, পরের ব্যাপার।