চার বছরে সাড়ে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ সৌদির

মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ ধনী দেশ সৌদি আরব। জ্বালানি তেলের সর্বোচ্চ মজুদে দেশটির অবস্থান বিশ্বে দ্বিতীয়।
মরুময় দেশটির অর্থনীতির প্রধান চালিকাশক্তিও ছিল এ তেল।
তবে জলবায়ু পরিবর্তন রোধে নেয়া উদ্যোগগুলো জ্বালানি তেলের ভবিষ্যতকে অনিশ্চয়তায় ফেলে দেয়।
এমন পরিস্থিতিতে জ্বালানি তেলের নির্ভরতা থেকে বেরিয়ে আসতে বিকল্প পথে হাঁটা শুরু করে আরব দেশগুলো।
অর্থনীতিকে বহুমুখীকরণ করে তুলতে ২০১৬ সালে ভিশন ২০৩০ ঘোষণা করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
এরই অংশ হিসেবে গত চার বছরে সাড়ে পাঁচ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে দেশটিতে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভিশন-২০৩০ উদ্যোগের অংশ হিসেবে ১ লাখ কোটি ডলার মূল্যের নতুন প্রকল্প গড়ে তুলছে সৌদি আরব।
গত চার বছরে এ প্রকল্প ৫ লাখ ৫৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.