আফগানিস্তানে ইসলামিক স্টেটের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা

মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা আফগানিস্তানের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) একজন ‘পরিকল্পনাকারীকে’ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছেন।
বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে জোড় বিস্ফোরণে ১৩ জন মার্কিন সেনাসহ ১৭৫ নিহত হওয়ার একদিন পর এই হামলা চালালো যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান এক বিবৃতিতে জানান, মনুষ্যবিহীন বিমান দিয়ে আফগানিস্তানের নানগারহার প্রদেশে এই হামলা চালানো হয়েছে।
সবকিছু দেখে প্রাথমিকভাবে আমরা মনে করছি যে, টার্গেট নিহত হয়েছে।
তবে এ ঘটনায় কোনও বেসামরিক ব্যক্তি হতাহত হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.