কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকে বিভিন্ন ঢংয়ে ছবি তুলছে তালেবান যোদ্ধারা

আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়ার পর কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকে বিজয় উদযাপন করে তালেবান যোদ্ধারা।
সোমবার রাতে মার্কিন সৈন্যরা চলে যাওয়ার পরপরই কাবুল বিমানবন্দর নিজেদের নিয়ন্ত্রণে নেয় তালেবান। খবর বিবিসির।

বিমানবন্দরে প্রবেশ করে তালেবান যোদ্ধারা বিমানবন্দরে পড়ে থাকা বিভিন্ন বিমান ও হেলিকপ্টরের কটপিটে চড়ে বিভিন্ন ঢংয়ে ছবি তোলে। কেউ আবার ককপিটে বসে ভিডিও কলে কথা বলছেন।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবান যোদ্ধারা।
কিন্তু কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণে নিতে পারেনি তালেবান।
তাই এতদিন ধরে মার্কিন সৈন্যদের নিয়ন্ত্রণে ছিল হামিদ কারজাই বিমানবন্দরটি।
কাতারের দোহায় হওয়া চুক্তি অনুযায়ী, ৩১ আগস্টের মধ্যে মার্কিন সৈন্যরা চলে যাওয়ার কথা ছিল।
সে অনুযায়ী সোমবার রাতেই দেশ ছেড়ে চলে যায় মার্কিন সৈন্যরা। এরপরই উদযাপনে মাতে তালেবনরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.