বিশ্ব এখন তুর্কি ড্রোনের সফলতার গুণগান গাওয়া শুরু করেছে বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
মঙ্গলবার জাতীয় প্রতিরক্ষা দিবস উপলক্ষ্যে এ কথা বলেন তিনি।
এরদোয়ান বলেন, তুর্কি ডোনের সফলতা বিশ্বের সবাই জানে।
তুরস্কে আকিঞ্চি নামে যে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন আছে, তা মাত্র তিনটি দেশের হাতে রয়েছে। চালকহীন এ বিমান জঙ্গির বিরুদ্ধে যুদ্ধ ও সফলতার জন্য ব্যবহার করা হয়।
সিরিয়া থেকে শুরু করে কারাবাখ যুদ্ধেও জঙ্গিদের নির্মূলে তুর্কি ড্রোন ব্যবহার হয়েছে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্ক কামান থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র, বোমা থেকে শুরু করে বন্দুক, রাডার ও ড্রোনসহ সব ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র তুরস্কেই তৈরি করছে।