পেনাল্টি মিস করে দলকে হারের শঙ্কায় ফেলে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
হলো না আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের একক রেকর্ড গড়া।
তবে তারকা এ ফুটবলার দমে যাননি।
ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে জোড়া গোল করে ইতিহাস তো গড়লেনই সেইসঙ্গে পর্তুগালের জয় এনে দিলেন।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারায় পর্তুগাল।
সম্প্রতি চমক জাগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া রোনালদোর দেশের হয়ে গোল হলো ১১১টি।
ইরানের সাবেক ফুটবলার আলী দাইয়ের গোল ১০৯টি।