তালেবানের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাজ্য

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব জানিয়েছেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না যুক্তরাজ্য। তিনি বলেন, তবে আফগানিস্তানে নতুন বাস্তবতা মোকাবিলা করতে হবে এবং লন্ডন চায় না যুদ্ধবিধ্বস্ত দেশটির সামাজিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে যাক।

আজ শুক্রবার পাকিস্তান সফরকালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাবুলে এখনো প্রায় ১৫ হাজার মানুষ আছেন, যাদের মধ্যে কিছু ব্রিটিশ নাগরিক এবং বাকিরা যুদ্ধকালীন সেনাদের সহযোগিতা করেছিলেন।
তালেবানের সঙ্গে সহযোগিতা ছাড়া তাদের নিরাপদে সরিয়ে আনা সম্ভব নয়।
তিনি বলেন, ‘আমরা যে পন্থা অবলম্বন করছি তা হলো-যুক্তরাজ্য তালেবানকে সরকার হিসেবে স্বীকৃতি দেবে না।
তবে সরকারের চেয়েও রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.