ডেল্টা ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডে।
শনিবার একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এছাড়া নতুন করে আরও ২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এরা সবাই অকল্যান্ডের। ওই শহরেই প্রথম ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব ঘটেছিল।
ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে ৯০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
এক স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, ওই নারী আগে থেকেই বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া গেল।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেন, প্রতিটি মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে, কোভিড-১৯ ভাইরাস আমাদের কমিউনিটিতে প্রবেশ করার পর এটি আমাদের কী ধরনের ক্ষতি করতে পারে।