কুয়েটার মাসটাঙ্গ সড়কের একটি তল্লাশি চৌকিতে সীমান্ত বাহিনী ফ্রন্টিয়াস কোর্পসের কাছে আত্মঘাতী হামলায় পাকিস্তানের সামরিক বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন।
কুয়েটা পুলিশের উপ-মহাপরিদর্শক আজহার আকরাম বলেন, হামলায় আহত হয়েছেন আরও ২০ জন।
আহতদের মধ্যে ১৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, বাকিরা প্রত্যক্ষদর্শী।
তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান এই হামলার দায় স্বীকার করেছে।
হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে টুইটার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি বলেন, বিদেশি-সমর্থিত সন্ত্রাসী হামলা প্রতিরোধে আমাদের নিরাপত্তা বাহিনীর ত্যাগ ও তিতিক্ষার প্রতি অভিবাদন।