মাহমুদউল্লাহর আশা, ঘুরে দাঁড়াবে টাইগাররা

টাইগার হেড কোচ রাসেল ডোমিঙ্গো অ্যাপ্রোচকে দুষেননি। বলেছেন, তার দল শুরুতে রান গতি বাড়াতে গিয়ে বেশি উইকেট খুইয়ে ফেলায় সমস্যা হয়েছে।

অন্যদিকে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ধারণা, তারা অল্প সময়ে অনেকগুলো উইকেট হারিয়ে ফেলেছেন।
তাতে করে জুটি হয়নি। আর জুটি না হওয়ার কারণেই নেতিবাচক পরিণতি ঘটেছে।

খেলা শেষে ম্যাচের পোস্টমর্টেম করতে গিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘বোলাররা নিউজিল্যান্ডকে ১৩০‘র নিচে আটকে রেখে বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছে।’

নিজ দলের ব্যাটিংয়ের কথা বলতে গিয়ে রিয়াদ জানান, তাদের শুরুটা ভালোই হয়েছিল।
কিন্তু তা কাজে লাগানো সম্ভব হয়নি।
টাইগার দলপতির ভাষায়, ‘আমরা অল্প বিরতিতে বেশ কিছু উইকেট হারিয়ে ফেলি।’

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.