হাঁটু গেড়ে দীপিকার প্রেম নিবেদন (ভিডিও)

Dipika20160627105303বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো আইফা অ্যাওয়ার্ডের ১৭তম আসরের আনুষ্ঠানিকতা। এবারের আইফা অনুষ্ঠিত হয়েছিল সুদূর স্পেনের মাদ্রিদ শহরে।

উপস্থাপনায় ছিলেন বলিউডের পাকিস্তানি তারকা ফাওয়াদ খান। গ্ল্যামার আর বিনোদনকে ছাড়িয়ে মাদ্রিদের রাতের সবটুকু আলো কেড়ে নিয়েছে দীপিকার রোমান্টিসিজম। তবে সে রোমান্টিসিজমের নায়ক প্রেমিক রণভীর ছিলেন না। ছিলেন ফাওয়াদ খান।

মাদ্রিদে অনুষ্ঠিত হওয়া আইফা অ্যাওয়ার্ডের মঞ্চে বলিউড পরিচালক করণ জোহরের অনুরোধে মঞ্চে আসেন দীপিকা। তারপরই শুরু হয় ফাওয়াদ খানের সঙ্গে হাস্যরস। একপর্যায়ে ফাওয়াদ দীপিকাকে বলেন তাকে রেটিং করতে। ফাওয়াদের এমন কথায় হাঁটু গেড়ে প্রেম নিবেদনের ভঙ্গিতে হাত বাড়িয়ে দেন ফাওয়াদের দিকে।

তবে ফাওয়াদও ফিরিয়ে দেননি। বিনিময়ে দীপিকাকে উদ্দেশ করে গেয়ে শোনান তামাশা ছবির বেশ কয়েকটি লাইন।

https://youtu.be/pE1S5uZIBNo

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.