১০ বছরের বড় ডিভোর্সি আয়েশা মুখার্জিকে দুই সন্তানসহ বিয়ে করেছিলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের ওপেনার ব্যাটসম্যান শেখর ধাওয়ান।
সেটা ছিল প্রেম থেকে পরিচয় বা পরিচয় থেকে প্রেম ।
তাদের বিয়ের ৯ বছরের মাথায় ভেঙে গেল সংসার।
স্ত্রী আয়েশা মুখার্জিকে ডিভোর্স দিয়েছেন শেখর ধাওয়ান।
আয়েশা সোশ্যাল মিডিয়ায় নিজেই এ তথ্য জানিয়েছেন।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডিভোর্স নিয়ে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি।
দুবার বিবাহবিচ্ছেদের পর আপাতত তিনি ঠিক কী রকম অনুভব করছেন, সেটাও জানিয়েছেন। ২০০৯ সালে শেখর এবং আয়েশার বাগদান হয়েছিল।
তার তিন বছর পর তাঁদের বিয়ে হয়। এর আগে আয়েশা প্রথম স্বামীকেও ডিভোর্স দিয়েছিলেন। তাঁদের দুই কন্যাসন্তান ছিল।
আইপিএল ২০২১ টুর্নামেন্টের দ্বিতীয় ভাগ শুরু হতে আর কয়েক দিনই হাতে বাকি রয়েছে।
তার আগে ভারতীয় ক্রিকেট দলের সিনিয়র ওপেনার শেখর ধাওয়ান এবং তাঁর স্ত্রী আয়েশা আট বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন।
এই দম্পতির এক পুত্রসন্তান রয়েছে।
২০১৪ সালে জোরাভর ধাওয়ান নামে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন আয়েশা।
তার আগে বহু সাক্ষাৎকারে শেখর স্বীকার করেছিলেন, বিয়ের পর আয়েশা কিভাবে তাঁর গোটা জীবনটাই একেবারে বদলে দিয়েছিল।