তালেবানের প্রশংসা, তিউনিশিয়া মসজিদের খতিব গ্রেফতার

তালেবান গোষ্ঠীর প্রশংসা করে বক্তব্য দেয়ায় দেশটির একটি মসজিদের খতিবকে গ্রেফতার করেছে তিউনিশিয়া সরকার।
ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে এ তথ্য জানিয়েছে।

তারা জানায়, গতমাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর তিউনিশিয়ার আল-কাসেরিন শহরের একটি মসজিদের ওই খতিব সম্প্রতি তালেবানের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।

এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর কাসেরিন শহরের একজন মেজিস্ট্রেট ওই খতিবকে আটক করার নির্দেশ দেন।
খতিব সাহেবের বিরুদ্ধে অভিযোগ, তিনি শুক্রবারের জুমার নামাজের খুতবায় তালেবানের ভূঁয়সী প্রশংসা করে বক্তব্য দিয়েছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.