তালেবান গোষ্ঠীর প্রশংসা করে বক্তব্য দেয়ায় দেশটির একটি মসজিদের খতিবকে গ্রেফতার করেছে তিউনিশিয়া সরকার।
ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে এ তথ্য জানিয়েছে।
তারা জানায়, গতমাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর তিউনিশিয়ার আল-কাসেরিন শহরের একটি মসজিদের ওই খতিব সম্প্রতি তালেবানের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।
এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর কাসেরিন শহরের একজন মেজিস্ট্রেট ওই খতিবকে আটক করার নির্দেশ দেন।
খতিব সাহেবের বিরুদ্ধে অভিযোগ, তিনি শুক্রবারের জুমার নামাজের খুতবায় তালেবানের ভূঁয়সী প্রশংসা করে বক্তব্য দিয়েছিলেন।