মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে শুরু করায় দেশজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ফলে টিকার ওপর জোর দিচ্ছে কর্তৃপক্ষ।
এতদিন পর্যন্ত টিকার ক্ষেত্রে বয়স্ক লোকজনকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।
দেশের প্রাপ্ত বয়স্ক লোকজনের একটি বড় অংশ এরইমধ্যে টিকা গ্রহণ করেছেন।
এবার শিশুদেরও টিকার আওতায় আনা হচ্ছে।
দেশটির ১২ বছরের কম বয়সী শিশুদেরও আগামী মাসের শেষের দিক থেকেই টিকার আওতায় আনা হবে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
দু’জন স্বাস্থ্য বিশেষজ্ঞের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য আগামী অক্টোবরের শেষের দিকে টিকা সহজলভ্য হতে পারে।
এর আগে ১২ বছর বা তার বেশি বছর বয়সী শিশুদেরও টিকার আওতায় আনা হয়েছে।
এবার ১২ বছরের কম বয়সীদেরও টিকার আওতায় আনার খবরে বাবা-মায়েদের মধ্যে কিছুটা স্বস্তি মিলল।