তুরস্কের ইস্তাম্বুলে আতার্তুক বিমান বন্দরে আত্মঘাতী তিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৪৭ জন।
মঙ্গলবার (২৮ জুন) এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এছাড়া হামলার সময় গুলির শব্দও শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন উদ্ধার কর্মীরা।
এদিকে হামলার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জড়িত থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করেছে নিরাপত্তা সংস্থা।
বিস্ফোরণের পর প্লেন চলাচল বন্ধ থাকলেও স্থানীয় সময় ৩টার দিকে ফের প্লেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বিমানবন্দর পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি।
গোয়েন্দা সংস্থাগুলো তদন্তের কাজ শুরু করেছে। এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠী।