ভারতের ক্রিকেটে যেনো দায়িত্ব ছাড়ার হিড়িক চলছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ভিরাট কোহলি।
একই আসরের পর হেড কোচের পদ ছাড়ারও ইঙ্গিত দিয়েছেন রবি শাস্ত্রী।
এর সঙ্গে যোগ হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট থেকেও কোহলির দায়িত্ব ছাড়ার খবর।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার কারণে হিসেবে ব্যাটিংয়ে আরও মনোযোগ দেয়া কথা বলেছিলেন কোহলি।
তার বাল্যকালের কোচ রাজকুমার শর্মা মনে করেন, আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব ছেড়ে দিয়ে শুধু ব্যাটিংয়ে মনোযোগ দেবেন কোহলি।
তবে এর পেছনে শিরোপা জিততে না পারা কোনো কারণ নয় বলেই মন্তব্য করেছেন রাজকুমার।