সঠিক ভাবে মাস্ক না পরায় ব্রিটিশ বক্সার আমির খানকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমির খান নিজেই।
৩৪ বছর বয়সী বিশ্ব চ্যাম্পিয়ন আমির খান জানান যে তাকে আমেরিকান এয়ারলাইন্সের বিমান থেকে একজন সহকর্মীর সাথে নামিয়ে দিয়েছিল পুলিশ।
প্লেনের কেউ একজন অভিযোগ করেছিল যে, আমিরের সাথে থাকা তার বন্ধুর মাস্কটি নাক পর্যন্ত ঢাকা ছিলনা।
বিমানসংস্থা জানিয়েছে, নিউইয়র্ক বিমানবন্দর থেকে ডালাস-ফোর্ট ওয়ার্থের ফ্লাইটের দুজন লোক “ক্রু’র অনুরোধ মেনে চলতে অস্বীকৃতি জানানোতে প্লেনটি উড্ডয়নের পর আবার বিমানবন্দরে ফিরে আসে।
তবে, পুলিশ হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করা হয়েছে।
টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে আমির খান বলেন, ‘আমি নিউইয়র্ক থেকে কলোরাডোতে একটি প্রশিক্ষণ শিবিরে যাচ্ছিলাম এবং দীর্ঘ চিকৎসার জন্য বেশ বিরক্ত ছিলাম। তখন আমাকে বিমান থেকে পুলিশ এসে নামিয়ে নেয়।
এয়ারলাইন্সের কর্মীরা একটি অভিযোগ করেছিলেন, তারা বলেছিল যে আমার সহকর্মীর মাস্ক নাক পর্যন্ত ছিল না।
কিন্ত আমি কোনো ভুল করিনি।
এরপরে ও তাদের বিমানটি থামাতে হয়েছিল এবং আমাকে এবং আমার বন্ধুকে নামিয়ে দেয়া হয়।’