‘যুক্তরাষ্ট্রের পাশে থাকতে চড়া মূল্য দিয়েছে পাকিস্তান’

আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থাকতে চড়া মূল্য দিয়েছে পাকিস্তান- এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন বলে রবিবার উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ইমরান বলেন, একজন পাকিস্তানি হিসেবে আমি মার্কিন সিনেটরদের করা কিছু মন্তব্যে গভীরভাবে আঘাত পেয়েছি।
আফগানিস্তানে এই পরাজয়ের জন্য পাকিস্তানকে দোষারোপ করা আমাদের জন্য সবচেয়ে বেদনাদায়ক বিষয়।

এদিকে আফগানিস্তানের সরকারে যাতে তাজিক, উজবেক এবং হাজারাসহ সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব থাকে সে লক্ষ্যে তালেবানের সঙ্গে আলোচনা শুরু করেছেন ইমরান।
টুইটারে এক পোস্টে তিনি জানিয়েছেন, তাজিকিস্তানে সম্প্রতি সাংহাই সহযোগিতা সংগঠনের এক শীর্ষ সম্মেলনে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি এই উদ্যোগ নিয়েছেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.