এবার পাকিস্তানকে হতাশ করেছে বাংলাদেশ

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তানে সফর করতে যায় নিউজিল্যান্ড দল।
তবে নিরাপত্তা শঙ্কায় ওয়ানডে সিরিজ শুরুর আগ মুহূর্তেই বাতিল হয়ে যায় সফরটি।
তাতে বেশ বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে অনেক বোঝানোর পরও তারা ফিরে যায়।
এতে দেশটি নিরাপত্তা ইস্যুটি আবারও যেমন সামনে এসেছে, তেমনই আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে হয়েছে পাকিস্তানকে।

এই ক্ষতি পুষিয়ে উঠতে পাকিস্তান ক্রিকেট বোর্ড তৎক্ষণাৎ যোগাযোগ করে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সঙ্গে। তাতে সায় দেয়নি দুই বোর্ড।

পিসিবি প্রধান নির্বাহী ওয়াসিম খান হিন্দুস্থান টাইমসকে বলেছেন, পিসিবি বিসিবিকে অনুরোধ জানায় সিরিজ খেলার।
কিন্তু আগ্রহ থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সময় স্বল্পতার জন্য রাজি হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.