অবশেষে টিকা রফতানির ঘোষণা ভারতের

করোনাভাইরাস মহামারীর ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতে ভয়াল থাবা বসানোর পর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যকাসিন রফতানি বন্ধ করে দেয় দেশটি।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, অক্টোবর থেকে তাদের উদ্বৃত্ত ভ্যাকসিন রফতানি আবারও শুরু করবে ভারত।
ভারতের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়ার মন্তব্যের বরাত দিয়ে সোমবার এমনটাই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ভ্যাকসিন রফতানি প্রসঙ্গে মান্দাভিয়া বলেন, ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রকল্পের আওতায় এবং কোভ্যাক্সের বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে টিকা রফতানি শুরু করবে ভারত।

 

তিনি আরও বলেন, এটি আমাদের ‘বাসুদৈব কুটুম্বকম’ ( সংস্কৃত এই শব্দের অর্থ পৃথিবী এক পরিবার) এর নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তিনি বলেন, করোনা মহামারির বিরুদ্ধে যৌথ লড়াইয়ের জন্য বিশ্বের প্রতি ভারতের প্রতিশ্রুতি পূরণে এই রফতানি শুরু হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.