যদি স্যালারি বেশি হয় এবং নিরাপত্তা পরিবেশ ভালো থাকে, তাহলে পর্নোগ্রাফিকে পেশা বানাতে চান প্রতি পাঁচ জনের একজন ব্রিটিশ তরুণ-তরুণী।
সম্প্রতি দেশটির সাভাম্তা কমরেস নামের একটি সংস্থার ‘দ্য ন্যাকেড ট্রুথ প্রজেক্ট’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মোট ২ হাজার ৮৭ জনের ওপর সমীক্ষা চালানো হয়েছে।
এর মধ্যে ১৮ থেকে ৩৪ বছর বয়সী ব্যত্তিদের মধ্যে ৩২ শতাংশ বলছে, তারা যে অর্থ উপার্জন করতে পারে সেটির কারণে এই পেশায় প্রলুব্ধ হয়েছে।
৫৫ বছর বয়সী এবং তধুর্ধ্ব ৮ শতাংশ ব্যক্তিও এক মত দিয়েছেন।
সমীক্ষায় এটাও ওঠে এসেছে যে, জরিপে অংশ নেওয়া ৫১ শতাংশ ব্রিটিশ নাগরিক বলছেন, পরিবারের কেউ ইন্টারনেটে পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি করলে তারা উদ্বিগ্ন হবেন।
৩৪ শতাংশ মনে করছেন, পর্নোগ্রাফি এখন আধুনিক সমাজের একটি গ্রহণযোগ্য বিষয়বস্তুতে পরিণত হয়েছে।