তৃতীয় প্রজন্মের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এসএটিভির সঙ্গে চুক্তি সই করেছে ওয়ালমার্ট ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স কোম্পানি।
রোববার রাতে এসএটিভির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এর মাধ্যমে এসএটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘গল্পকথা’র স্পন্সর হলো ওয়ালমার্ট পরিবার।
অনুষ্ঠানে ওয়ালমার্টের ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ আহমেদ বলেন, ওয়ালমার্ট গণমানুষের সেবায় নিয়োজিত।
ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স খাতকে এগিয়ে নিতে দর্শক নন্দিত এসএটিভির সঙ্গী হতে পেরে তারা গর্বিত।
আর এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ দেশের জনগণের সেবায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি ভূমিকা রাখতে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএটিভির পরিচালক শামসুল আলম প্রান্ত, নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন, সিওও আব্দুল মাবুদ, ওয়ালমার্টের মিডিয়া পরিচালক মোহাম্মদ হেদায়েত উল্যাহ তুর্কী এবং পরিচালক সাইফুল ইসলামসহ আরও অনেকে।