পয়েন্ট টেবিলের চারে ওঠার মিশনে আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সাকিব আল হাসানদের কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সের।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এ ম্যাচে সাকিবের পরিবর্তে খেলতে পারেন সুনীল নারিন।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় সাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী এ ম্যাচে খেলার সম্ভাবনা কম টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের।
তার জায়গায় কলকাতার বাছাই হতে পারে ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন।
যদিও কলকাতার আগের ম্যাচে খুব একটা সফল ছিলেন না নারিন।
ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে ৪ ওভারে ২০ রান খরচায় কোনো উইকেট পাননি তিনি।
এ পারফরম্যান্স বিবেচনা করলে মুম্বাইয়ের বিপক্ষে কলকাতার একাদশে সাকিবের নাম দেখা গেলে খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না।