দুই দশকে চীনে উড়োজাহাজের চাহিদা বাড়বে

আগামী দুই দশকে চীনে উড়োজাহাজের চাহিদা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বোয়িং।
করোনা মহামারীর ক্ষয়ক্ষতি কাটিয়ে দেশটির দ্রুত পুনরুদ্ধারের চিত্র পর্যালোচনা করে এ পূর্বাভাস দিয়েছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি।
পাশাপাশি চীনে আকাশপথে যোগাযোগ ও ই-কমার্স খাতে ভবিষ্যৎ বাজেটও বিবেচনায় নেয়া হয়েছে। খবর রয়টার্স।

এক বিবৃতিতে বোয়িং বলেছে, ২০৪০ সাল নাগাদ চীনের উড়োজাহাজ পরিষেবা সংস্থাগুলোর ৮ হাজার ৭০০টি বাহনের প্রয়োজন হবে। গত বছরের পূর্বাভাসে এ সংখ্যা ছিল ৮ হাজার ৬০০। সে হিসাবে চাহিদা বেড়েছে ১ দশমিক ২ শতাংশ।
সবমিলিয়ে বর্তমান দামে হিসাব করলে ১ লাখ ৪৭ হাজার কোটি ডলারের ব্যবসা হতে পারে। গত বছরই বোয়িং জানিয়েছিল যে, কভিড-পরবর্তী বিশ্বে চীন হতে যাচ্ছে তাদের ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ দেশ।
বিশেষ করে আকাশপথে যোগাযোগ খাতে চীন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.