আগামী দুই দশকে চীনে উড়োজাহাজের চাহিদা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বোয়িং।
করোনা মহামারীর ক্ষয়ক্ষতি কাটিয়ে দেশটির দ্রুত পুনরুদ্ধারের চিত্র পর্যালোচনা করে এ পূর্বাভাস দিয়েছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি।
পাশাপাশি চীনে আকাশপথে যোগাযোগ ও ই-কমার্স খাতে ভবিষ্যৎ বাজেটও বিবেচনায় নেয়া হয়েছে। খবর রয়টার্স।
এক বিবৃতিতে বোয়িং বলেছে, ২০৪০ সাল নাগাদ চীনের উড়োজাহাজ পরিষেবা সংস্থাগুলোর ৮ হাজার ৭০০টি বাহনের প্রয়োজন হবে। গত বছরের পূর্বাভাসে এ সংখ্যা ছিল ৮ হাজার ৬০০। সে হিসাবে চাহিদা বেড়েছে ১ দশমিক ২ শতাংশ।
সবমিলিয়ে বর্তমান দামে হিসাব করলে ১ লাখ ৪৭ হাজার কোটি ডলারের ব্যবসা হতে পারে। গত বছরই বোয়িং জানিয়েছিল যে, কভিড-পরবর্তী বিশ্বে চীন হতে যাচ্ছে তাদের ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ দেশ।
বিশেষ করে আকাশপথে যোগাযোগ খাতে চীন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।