আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান জানিয়েছে, দেশটির উগ্র জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান এর প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রধান নেতা আবু ওমর খোরাসানি নিহত হয়েছে।
তালেবানের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল-মায়াদিন এবং পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভি এ তথ্য জানিয়েছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার তালেবান কর্মকর্তারা জানান, আবু ওমর খোরাসানি আফগানিস্তানে নিহত হয়েছে।
তবে খোরাসানি কবে, কোথায় ও কীভাবে নিহত হয়েছেন সে সম্পর্কে কিছু জানায়নি তালেবান।
এদিকে পাকিস্তানের সামা টিভি এবং ডেইলি পাকিস্তান জানায়, ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান।