আজও দলে নেই সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৮তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ধোনির চেন্নাই। অন্যদিকে, সমান ম্যাচে কলকাতার পয়েন্ট ৮, রয়েছে চার নম্বর অবস্থানে। তাই আজকের ম্যাচে জয়টি খুব দরকার নাইটদের। গত দুই ম্যাচের মতো এই ম্যাচেও একাদশের বাইরে রাখা হয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: ভেঙ্কটেস আয়ার, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নিতিশ রানা, এউইন মরগান, দিনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লোকি ফার্গুসন, বরুন চক্রবর্তী ও প্রসিদ্ধ কৃষ্ণা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.