আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে বললেন ইমরান খান

সম্প্রতি নিউজিল্যান্ড এবং এর পর ইংল্যান্ড ক্রিকেট দল তাদের সফর বাতিল করায় ক্ষোভে ফুঁসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সেই ক্ষোভকে শক্তিতে পরিণত করে মাঠে জ্বলে উঠতে ক্রিকেটারদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক অধিনায়ক ইমরান খান।

আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর।
বিশ্বকাপের আগে নিজ বাসভবনে ক্রিকেটারদের সাথে এক সৌজন্য সাক্ষাতে বিশ্বকাপের জন্য শুভ কামনা জানান তিনি।

১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী পাকিস্তান অধিনায়ক ইমরান বলেন, ‘আহত বাঘের মতো বিশ্বকাপের মঞ্চে ঝাঁপিয়ে পড়তে হবে।
সম্প্রতি আমাদেরকে হতাশ করেছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। তবে এই হতাশাকে শক্তি পরিণত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের এই দলটি বিশ্বকাপের মঞ্চে ভালো করার সামর্থ্য রাখে। বিশ্বকাপে ভালো করতে হলে সকলকে পারফরমেন্স করতে হবে।
নিজেদের পারফরমেন্সের দিকে নজর দিতে হবে ক্রিকেটারদের।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.