বুস্টার ডোজ বিক্রি করে মুনাফা কোটি কোটি ডলার!

করোনাভাইরাস থেকে দেশের মানুষকে রক্ষা করতে সবচেয়ে সতর্ক অবস্থানে পশ্চিমারা।
শিশু ছাড়া প্রায় সব বয়সী নাগরিকের টিকা নিশ্চিতে উঠে পড়ে লেগেছে ইউরোপ আর যুক্তরাষ্ট্র। কিছু বুঝে ওঠার আগেই ২০২০ সালে করোনা যে ভয়াবহ বিপর্যয় পেকে এনেছিলো, সেই পরিস্থিতি যেন আর ফিরে না আসে, তা নিশ্চিতেই কাজ করছে বিভিন্ন দেশের সরকার।
মজুদ করছে টিকা, কোথাও কোথাও শুরু হয়ে গেছে বুস্টার ডোজও।
এই সুযোগে ওষুধ কোম্পানিগুলো মুনাফার ভারে নুয়ে পড়ার মতো অবস্থা হয়েছে।
করোনার টিকার চাহিদা বাড়ছেই।
এই সুযোগ কাজে লাগিয়ে কোটি কোটি ডলার মুনাফার পথে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো।

মার্কিন সরকার জানায়, খুব শিগগিরই ৬৫ বছর এবং তার বেশি বয়সী মার্কিনিদের করোনা টিকার বুস্টার ডোজ দেয়ার কার্যক্রম শেষ করা হবে।
সাথে ঝুঁকির মুখে আছেন এমন লাখ লাখ তরুণকেও বুস্টার ডোজ দেয়া হবে যেন তারা চাকরি করতে গিয়ে সমস্যার সম্মুখীন না হন, পাশাপাশি স্বাস্থ্যও সুরক্ষিত থাকে।
আগামী সপ্তাহগুলোতে আরো বড় পরিসরে করোনার বুস্টার ডোজ দেয়া হবে যুক্তরাষ্ট্রে।
এই বুস্টার ডোজগুলো মডার্না আর জনসন এন্ড জনসনের তৈরি।
এই বুস্টার ডোজের সুফল পাবে মডার্না আর ফাইজার।
শেয়ারবাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে।
গত আগস্টে বাইডেন প্রশাসন বুস্টার ডোজের পরিকল্পনা ঘোষণার পর মডার্নার শেয়ারের দাম বেড়েছে ৩৫ শতাংশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.