বিদেশী বিমান চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরকে।
এর ফলে আবারো সকল এয়ারলাইন্স তাদের বিমান পরিচালনা শুরু করতে পারে।
তালেবানের কেয়ারটেকার সরকারের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা জানিয়েছেন।
আবদুল কাহার বলখি এক বিবৃতিতে বলেন, কাবুল আন্তর্জাতিক বিমান বন্দরের সকল সমস্যার সমাধান করা হয়েছে।
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরণের ফ্লাইট চলাচলের জন্য এটি এখন প্রস্তুত।
তিনি আরো জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় আবারো ফ্লাইট চলাচলে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিচ্ছে।