দাবি পূরণ না হওয়ায় মালাউইর পার্লামেন্ট ভবনের ভেতর মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন দেশটির এক সাবেক ডেপুটি স্পিকার।
তিনি গাড়ির বিমা সংক্রান্ত সুবিধাদি পাওয়ার দাবি নিয়ে বৃহস্পতিবার পার্লামেন্টে গিয়ে এই ঘটনা ঘটান।
মালাউই পার্লামেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সাবেক ডেপুটি স্পিকার ক্লিমেন্ট চিওয়াইয়া পার্লামেন্ট ভবনের ভেতরে আত্মহত্যা করেছেন।
ঘটনাটি পরিষেবার শর্তাবলী বাস্তবায়নে হতাশার সঙ্গে সম্পর্কিত।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, ৫০ বছর বয়সী চিওয়াইয়ার ডেপুটি স্পিকার পদে মেয়াদ শেষ হয়েছে বছর দুয়েক আগে।
মেয়াদ শেষ হওয়ার আগে তিনি একটি গাড়ি কিনেছিলেন।
কিন্তু ছয় মাস আগে গাড়িটি দুর্ঘটনায় পড়ে।
চিওয়াইয়া চাচ্ছিলেন, গাড়ি মেরামতের অর্থ যেন পার্লামেন্ট থেকে দেওয়া হয়।