বিশ্বকাপের উইকেট মিরপুরের মতো হবে না: সৌম্য

জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থেকেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন সৌম্য।
ওপেনার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও সৌম্য সরকারের এখন কোন পজিশনে ব্যাটিং করবেন সেটা নিজেও জানেন না।

আসন্ন বিশ্বকাপেও যাচ্ছেন নড়বড়ে ব্যাটিং পজিশন নিয়ে।
শেষ পর্যন্ত কত নম্বরে ব্যাটিং করেন সৌম্য সেটা সময় বলে দেবে।
তবে নিয়মিত ব্যাটে-বলে অনুশীলন করে যাচ্ছেন মিরপুর স্টেডিয়ামে।

ওমান ও আরব আমিরাতে বিশ্বকাপ খেলতে নামার আগে সৌম্য জানিয়েছেন তার পরিকল্পনার কথা।
ওমানে সৌম্যর আগে খেলা না হলেও ২০১৮ সালে এশিয়া কাপে দুই ম্যাচে খেলার অভিজ্ঞতা রয়েছে।

পাকিস্তানের বিপক্ষে ৫ বলে ০ আর ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে ৩৩ রান করেছিলেন ৪৫ বলে। তাই আমিরাত নিয়ে ভাবছেন না বরং মন দিচ্ছেন ওমানে।

“এতদিন অনুশীলন করছিলাম। আশা করি প্রস্তুতি ভালো হয়েছে।
আমরা তাড়াতাড়ি যাচ্ছি। ওখানে প্রস্তুতি ম্যাচও আছে।
ওখানে প্রস্তুত হওয়ার আরও সুযোগ পাব। যতটুকু হয়েছে ভালো। ভালো কিছুর আশা নিয়েই যাব।”

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.