ওমান যাওয়ার আগে আজ চলছে কোভিড টেস্ট

আগেই জানা, টাইগারদের সত্যিকার প্রস্তুতি শুরু হবে ওমানে।
কারণ হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, পেস বোলিং কোচ ওটিস গিবসন, স্পিন কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ রায়ান কুক, ফিজিও এবং ট্রেনার সবাই এখনো ছুটিতে নিজ নিজ দেশে। তারা দলের সাথে যোগ তেবেন ওমানে এসে।
সেখানেই ৫ অক্টোবর শুরু হবে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনীর টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক অনুশীলন।

এরআগে অবশ্য গত প্রায় ৮/১০ দিন রিয়াদ, লিটন, সৌম্য, মুশফিক, সোহান, আফিফ, তাসকিনরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেয়িামে।
সেখানে ব্যক্তিগত উদ্যোগে অনেকেই অনুশীলন করেছেন।

এদিকে দেখতে দেখতে বয়ে গেল সময়। ঘনিয়ে এলো টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবার সময়।
সব কিছু ঠিক থাকলে, আগামীকাল ৩ অক্টোবর রাত ১০টা নাগাদ চার্টার্ড ফ্লাইটে করে ওমানের রাজধানী মাসকাট যাবে জাতীয় দলের বহর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.