বিয়েতে খাবার না পেয়ে সব ছবি ডিলিট করে দিলেন ফটোগ্রাফার!

দিনভর খেটেখুটে বিয়ের ছবি তুলছিলেন এক ফটোগ্রাফার।
প্রচণ্ড গরম সহ্য করে লোকজনের ভিড়ে কাজ ঠিকঠাকই করছিলেন।
কিন্তু ঝামেলা বাঁধে খাবার নিয়ে।
ক্ষুধা-তৃষ্ণায় চোখে অন্ধকার দেখছিলেন সেই ফটোগ্রাফার, চাচ্ছিলেন কিছু খেয়ে আবার কাজ শুরু করবেন।
কিন্তু তাতে রাজি হননি বর।
রূঢ় ভাষায় ছবি তোলা চালিয়ে যাওয়ার আদেশ দেন তিনি।
তাতেই ধৈর্যের বাধ ভেঙে যায় ফটোগ্রাফারের।
বরের সামনেই সব ছবি ডিলিট করে সোজা বেরিয়ে যান তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে এ ঘটনার বর্ণনা দিয়েছেন সেই ফটোগ্রাফার। তিনি লিখেছেন, প্রকৃতপক্ষে আমি কোনো ফটোগ্রাফার নই।
আমি কুকুর পরিচর্যাকারী।
আমি আমার ফেসবুক-ইনস্টাগ্রামে দেওয়ার জন্য সারাদিন কুকুরের ছবি তুলি।
এটিই আমার কাজ। আমি খুব কমই অন্য জিনিসের ছবি তুলি।

তিনি বলেন, কিছুদিন আগে এক বন্ধু বিয়ে করেছে। সে টাকা বাঁচাতে চাচ্ছিল।
এ জন্য জিজ্ঞেস করেছিল, আমি তাদের ছবি তুলবো কিনা।
জবাবে বলেছিলাম, আমি এতে খুব একটা দক্ষ নই।
কিন্তু সে আমাকে বলে, ছবি নিখুঁত হোক বা নাহোক তাতে তার পরোয়া নেই।
তাদের বাজেট ছিল ছোট।
এ কারণে আমি ২৫০ ডলারে (২১ হাজার ৪০০ টাকা প্রায়) ছবি তুলে দিতে রাজি হই, যা ১০ ঘণ্টার অনুষ্ঠানের জন্য কিছুই নয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.