রাশিয়ার দমকল বাহিনীর একটি বিমান সাইবেরিয়ায় নিখোঁজ হয়েছে। দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ১০ ক্রুয়ের একটি দল নিয়ে বিমানটি নিখোঁজ হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, ইরকাটসক এলাকার একটি বনে আগুন নেভাতে অভিযানে গিয়ে নিখোঁজ হয়েছে দমকল বাহিনীর ওই বিশেষ বিমানটি। তিনি আরো জানান, সাতটি বিশেষ বিমান ওই নিখোঁজ বিমানটির অনুসন্ধানে কাজ করে যাচ্ছে।
দমকলের বিমানটি বায়ানদায়িভস্কি জেলার বৈকাল রদের কাছে নিখোঁজ হয়। সেসময় কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
কর্মকর্তারা জানান, নিখোঁজ হওয়ার আগে বিমানের ক্রুরা কোনো ধরনের ত্রুটি বা অন্য কোনো সমস্যার কথা জানায়নি।