প্যানডোরা পেপারস: ইমরানের পদত্যাগ দাবি

বিশ্বজুড়ে আলোড়ন তোলা প্যানডোরা পেপারসে নাম এসেছে সাত শতাধিক পাকিস্তানির। এতে বিপাকে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
কারণ অবৈধ লেনদেনের তথ্য ফাঁস করা ওই নথিতে নাম এসেছে তার মন্ত্রিসভার একাধিক সদস্য, সিনেটর, সাবেক সেনা কর্মকর্তা, মিডিয়া হাউজের মালিক ও ব্যবসায়ীদের।
এ নিয়ে বিরোধী দলীয় নেতারা সরাসরি ইমরানের পদত্যাগ দাবি করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, প্যানডোরা পেপারসে পাকিস্তানের প্রভাবশালীদের মধ্যে নাম রয়েছে অর্থমন্ত্রী শওকত তারিন, পানিসম্পদমন্ত্রী মুনিস এলাহি, সিনেটর ফয়সাল ভাওদা, মুসলিম লিগ (এন) নেতা ইশহাক দারের ছেলে আলি দার, পিপিপি নেতা শারজিল মেমন, শিল্পমন্ত্রী খুসরো বখতিয়ারের পরিবার, পিটিআই নেতা আব্দুল আলিম খান প্রমুখের।
এদের মধ্যে অনেকেই ইমরান খানের ঘনিষ্ঠ বলে পরিচিত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.