উত্তর আরব সাগরে উৎপত্তি হওয়া ঘূর্ণিঝড় শাহীনের কারণে ওমানে যেতে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশ দলকে।
রোববার রাত ১০টা ৪০ মিনিটে মাসকটের উদ্দেশে রওনা করার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের জন্য ফ্লাইট পিছিয়ে যায় প্রায় দুই ঘণ্টা।
শেষ পর্যন্ত ওইদিন রাতেই মাসকটের উদ্দেশে যাত্রা করে বাংলাদেশ দল।
সোমবার একদিনের কোয়ারেন্টিন শেষে সূচি অনুযায়ী মঙ্গলবার থেকে অনুশীলন শুরু কথা টাইগারদের।
স্থানীয় সময় দুপুর দেড়টায় অনুশীলনে নামবেন ক্রিকেটাররা।
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই দুই সপ্তাহ আগে ওমানে যাওয়া ডমিঙ্গো শিষ্যদের।
যদিও সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ব্যস্ত সময় কাটাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে।
এই দুজন দলের সঙ্গে যোগ দেবেন ৯ অক্টোবর।