রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে খেতে যাওয়া ছয়জন ইতালিয়ান নাগরিক নিখোঁজ রয়েছেন বলে দাবি তাদের সহকর্মীদের। এর আগে অবশ্য বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জর্জ গুলিরবিনো জানিয়েছিলেন, নিখোঁজ রয়েছেন অন্তত সাতজন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বায়িং হাউজ স্টুডিও টেক্স লিমিটেড প্রতিষ্ঠান থেকে তাদের নিখোঁজের দাবি তোলা হয়। প্রতিষ্ঠানটির দুজন কর্মকর্তা গুলশানে রেস্টুরেন্টের সামনে এসে জড়ো হন এবং তাদের সন্ধান চান।
স্টুডিও টেক্সের অ্যাডমিন ম্যানেজার ফারুক আলম খতিব (কামাল) ও মনোহর বলেন, নিখোঁজ ছয়জন হলেন ভ্যানসেন জু, নাদিয়া বেনডিটি, আদিল, মার্কো, মারিয়া ও চিমোনি। তারা জানান, মাত্র তিন থেকে চার দিন হলো বাংলাদেশে এসেছিলেন তারা। ওই রেস্টুরেন্টেই খাওয়া-দাওয়া করেছেন এ ক’দিন। শুক্রবার দুপুরেও খেয়েছেন এই রেস্টুরেন্টে। রাতেও খেতে এসেছিলেন, কিন্তু তাদের এখন আর পাওয়া যাচ্ছে না। অন্যদিকে পুলিশও তাদের সন্ধান দিতে পারছে না।
প্রতিষ্ঠানটির ঠিকানা বারিধারা ডিওএইচএস-৩৬৬ নম্বর বাসা, রোড নম্বর ০৬। এদিকে, রেস্টুরেন্টের সামনে অন্য নিখোঁজদেরও খোঁজ করছেন তাদের স্বজনরা। এদের মধ্যে বাংলাদেশি রয়েছেন। স্বজনদের দাবি, হোটেলে রান্নাঘরে সহকারী হিসেবে কাজে নিয়োজিত ছিলেন ওই দুজন, তবে তাদেরও আর পাওয়া যাচ্ছে না।