ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে চেক রিপাবলিক

নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য ইসরায়েলের সঙ্গে ৬৩০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে চেক রিপাবলিক।
নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সুরক্ষিত করার লক্ষ্যেই মধ্যে ইউরোপের দেশটি এমন পদক্ষেপ নিয়েছে।
এ চুক্তির মাধ্যমে প্রাগ ইসরায়েলি রাষ্ট্র পরিচালিত কোম্পানি রাফায়েল অ্যাডভানসড ডিফেন্স সিস্টেমস লিমিটেডের তৈরি স্পাইডার ব্যবস্থা কিনবে।
মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, স্পাইডার ব্যবস্থা হেলিকপ্টার, বোমারু বিমান, ক্রুজ মিসাইল এবং অন্যান্য অস্ত্রের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম।

চেক রিপাবলিকের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির আওতায় চারটি অল্প পরিসরের আকাশ প্রতিরক্ষা ব্যাটারি পাওয়া যাবে যার মূল্য হচ্ছে ৬৩০ মিলিয়ন ডলার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.