আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে গুরুত্বপূর্ণ ছয় ম্যাচ ওমানে।
‘বি’ গ্রুপের যে ম্যাচগুলোতে বাংলাদেশের খেলা তিনটি।
কিন্তু ঘূর্ণিঝড় শাহীনের প্রভাবে বিশ্বকাপের আশাই ছাড়তে বসেছিল ওমান।
ওমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পঙ্কজ খিমজি বার্তা সংস্থা ‘রয়টার্স’কে জানিয়েছেন, বিশ্বকাপকে বিদায় বলার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তারা।
গত রোববার ওমানে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় শাহীন।
এতে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।
প্রচণ্ড বাতাস ও প্রবল বৃষ্টির কারণে ওমানের উপকূলীয় এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়।
স্থগিত করা হয় রাজধানী মাসকটের কিছু ফ্লাইট।
ওমানের মাসকটেরই কাছে আল আমেরাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো। ওমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পঙ্কজ খিমজি জানালেন, ঝড়টা আরেকটু এদিক সেদিক হলে বিশ্বকাপটাই শেষ হয়ে যেতো।