অস্ট্রেলিয়ায় রাষ্ট্রদূত ফেরত পাঠাচ্ছে ফ্রান্স

সাবমেরিন ইস্যুতে অস্ট্রেলিয়ার সঙ্গে ফ্রান্সের চলমান কূটনৈতিক সংকট অবসানের পথে। ক্যানবেরা থেকে ফিরিয়ে নেওয়া ফরাসি রাষ্ট্রদূতকে ফের নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্যারিস।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফ্রান্স জানিয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক নতুন করে সংজ্ঞায়িত করতেই রাষ্ট্রদূত পাঠানো হচ্ছে।

গত মাসে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র আকাস নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে।
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পশ্চিমা প্রভাব বজায় রাখতে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো পারমাণবিক সাবমেরিন তৈরির প্রযুক্তি দেবে ওয়াশিংটন ও লন্ডন।
এর কারণে ফ্রান্সের সঙ্গে আগে থেকে স্বাক্ষরিত একটি সাবমেরিন ক্রয় চুক্তি বাতিল করার ঘোষণা দেয় অস্ট্রেলিয়া।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.