বিশ্বকাপে ভারতকে হারালে ‘ব্ল্যাঙ্ক চেক’ পাবেন রমিজ রাজা

যে কোনো খেলায় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা।
ক্রিকেট হলে, উত্তেজনার মাত্রা বেড়ে যায় কয়েক গুনে।
তবে মাঠের লড়াইয়ে বেশ কিছুদিন সেই ছাপ নেই বলা যায়।

রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি ও এসিসি টুর্নামেন্ট ছাড়া আর সাক্ষাত্ হয় না দুই দলের।
তাই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ দুবাইয়ে অনুষ্ঠেয় ২৪ অক্টোবরের ম্যাচটির দিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বরাবরই ভারতের কাছে পাত্তা পায় না পাকিস্তান।
৫ ম্যাচের সবকটিতেই হেরেছে তারা।

 

তবে এবার দিন বদলের গান গাইতে চান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।
সেটা হলে অর্থনৈতিকভাবে ফুলে উঠবে পিসিবি।
কেননা ভারতকে হারাতে পারলে তাকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কথা দিয়েছেন এক বিনিয়োগকারী।

রমিজ রাজা বলেন, ‘পিসিবির ৫০ শতাংশ তহবিল আসে আইসিসি থেকে।
আর আইসিসি তার ৯০ শতাংশ পায় ভারতের থেকে।
আমি ভয়ে আছি, যদি ভারত আইসিসিকে তহবিল দেওয়া বন্ধ করে দেয়, তাহলে হয়তো পিসিবির পতন হতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.