রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁ থেকে নারী-শিশুসহ ১২ জনকে উদ্ধার করা হয়েছে।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বিবিসি বাংলাকে বলেছেন, উদ্ধারকৃতদের মধ্যে ৪ জন বিদেশি নাগরিক রয়েছেন।
তবে রেস্তোরাঁটিতে মোট কতজন জিম্মি ছিল, সে বিষয়ে এখনও কিছু জানা যাচ্ছে না।
রেস্তোরাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে অভিযান পরিচালনাকারী কমান্ডো বাহিনী। ভবনের ভেতরে পুলিশ এবং র্যাবের কর্মকর্তারা প্রবেশ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
এর আগে সকাল পৌনে ৮টার দিকে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযান শুরু হয়।
সেনা ও নৌ কমান্ডোরা ছাড়াও অভিযানে অংশ নিয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সোয়াত সদস্যরা।
শুক্রবার রাতে অস্ত্রধারীদের আক্রমণের প্রায় ১০ ঘণ্টা পর অভিযানটি শুরু হয়।