আর্জেন্টিনা পয়েন্ট হারালেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ব্রাজিল।
বিশ্বকাপ বাছাইয়ে টানা নবম ম্যাচে জয় পেল সেলেসাওরা।
ম্যাচে পিছিয়ে থেকেও অন্তিম মুহূর্তের নাটকীয়তায় ৩-১ গোলে ভেনেজুয়েলাকে হারিয়েছে তিতে বাহিনী।
কারাকাসে শুরু থেকেই নেইমারের অভাবটা হাড়ে হাড়ে টের পায় ব্রাজিলিয়ানরা।
অ্যাটাকিং থার্ডে ফরোয়ার্ডদের ব্যর্থতা, বুকে শেল হয়ে বিঁধতে থাকে তিতের।
এর মাঝে ১১ মিনিটে রামিরেজ গোল করে ভেনেজুয়েলাকে এগিয়ে দিলে, ষোলোকলা পূর্ণ হয় ব্রাজিলের। অগোছালো ফুটবলে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় তারা।
তবে বিরতি থেকে ফিরে বদলে যায় হলুদ শিবির। ৭১ মিনিটে দলকে সমতায় ফেরান মার্কুইনহোস। কিন্তু তাতেও স্বস্তি ফেরেনা ব্রাজিল টেন্টে। শেষ পর্যন্ত ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন বারবোসা।
যোগ করা সময়ে অ্যান্টোনির গোলে বড় জয় নিশ্চিত হয় পেন্টা চ্যাম্পিয়নদের।
দুই ম্যাচ জিতলেই, কাতার বিশ্বকাপে জায়গা করে নেবে ব্রাজিল।