উইকেট দেখে খুশি হওয়া সৌম্য সরকারের সংগ্রহ মাত্র ৮

দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে পুরোপুরি ব্যর্থ ছিলেন টাইগার ওপেনার সৌম্য সরকার।

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পর বৈশ্বিক আসরে ভালো করা নিয়েও প্রশ্ন তুলেছিল ক্রীড়াবোদ্ধারা।
তবে দেশে থাকতে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন এই বাঁ-হাতি ওপেনার।
বিশ্বকাপ যাত্রার প্রথম প্রস্তুতি ম্যাচে আবুধাবিতে শুক্রবার ওমানের ‘এ’ দলের বিপক্ষে ব্যাট হাতে করলেন মাত্র ৮ রান। আর বল হাতে ছিলেন সবচেয়ে খরুচে।
তিন ওভার বল করে কোনো উইকেট না পেয়ে দিয়েছেন ৩৫ রান।

যদিও বিশ্বকাপ সফরে প্রথমে ওমানে অনুশীলন করতে নেমে শুনিয়েছিলেন আশার বাণী। বলেছিলেন, ‌’উইকেটগুলো খুব ভালো। পিচে ঘাস আছে। তবুও ব্যাটসম্যান-বোলার সবাই সুবিধা বল ব্যাটে আসছিল ভালোই।
টি-টোয়েন্টি ক্রিকেটে এমন উইকেট থাকলে মেরে খেলার জন্যও ভালো হয়।
আশা করি, এমন উইকেট থাকলে বিশ্বকাপে ভালো কিছু হবে।‌’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.