আজ থেকে ঢাকা-কুয়েত রুটে ফ্লাইট চালাবে বাংলাদেশ বিমান

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আজ থেকে ঢাকা-কুয়েত রুটে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার সন্ধ্যায় ৭টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে কুয়েতের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে লাল সবুজ পতাকাবাহী বাংলাদেশ বিমানের।
সংস্থাটি এই রুটে সপ্তাহে দুইটি সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।

করোনার কারণে দেড় বছর কুয়েতে বিমানের ফ্লাইট বন্ধ ছিল।
চলতি বছরের আগস্ট থেকে ধাপে ধাপে ঢাকা-কুয়েত রুটে কুয়েত এয়ারওয়েজ ও আল জাজিরা সরাসরি ফ্লাইট পরিচালনা করলেও টিকেটের মূল্য ছিল স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি।

বর্তমানে কুয়েত বিমান বন্দরে প্রতিদিন বিভিন্ন দেশ থেকে ১০ হাজার যাত্রী প্রবেশের অনুমতি রয়েছে।
শিগগিরই এই সংখ্যা বাড়ানোর চিন্তা করছে দেশটির সরকার।
এদিকে টিকেটের উচ্চ মূল্য হওয়াতে দীর্ঘদিন আটকে পড়া স্বল্প আয়ের প্রবাসীদের যাতায়াত করা সম্ভব হচ্ছে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.