টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ডিআরএস সিস্টেম

টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয়টি আসর শেষ হয়ে গেলেও সেগুলোতে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসের ব্যবহার ছিল না।
তবে আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টটির সপ্তম আসরে প্রথমবারের মতো এই পদ্ধতির চালু করতে যাচ্ছে আইসিসি।

ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস পদ্ধতি হলো- যদি আম্পায়ারের কোনো সিদ্ধান্ত খেলোয়াড়রা মেনে না নেয়, সেক্ষেত্রে এই পদ্ধতির আশ্রয় নিয়ে তারা সঠিক ও নির্ভুল ফল পেয়ে থাকেন।

বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশনে বলা হয়েছে, প্রতি ইনিংসে দু’টি রিভিউ ব্যবহার করতে পারবে প্রতিটি দল।

আগামী ১৭ অক্টোবর থেকে বাছাই পর্ব দিয়ে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
মূল পর্ব শুরু হবে ২৩ অক্টোবর থেকে। আর ফাইনাল ম্যাচ হবে ১৪ নভেম্বর।
বাছাই পর্বের ম্যাচগুলো হবে ওমানে এবং বাকি সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.