অস্ট্রেলিয়ার সিডনি শহরে দীর্ঘ প্রায় চার মাসের (১০৭ দিন) লকডাউন শেষ হয়েছে।
সেই উপলক্ষে সোমবার শহরজুড়ে স্বাধীনতা উদযাপন করেছে স্থানীয়রা।
এ যেন বন্দিজীবন শেষে মুক্তির আনন্দ। খবর প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষভাবে উপলক্ষের জন্য মধ্যরাতে খোলা পাব এবং দোকানগুলোতে লোকেরা সারিবদ্ধভাবে ভিড় জমিয়েছে।
অনেকে প্রত্যাশিত পুনর্মিলনী এবং আত্মীয়স্বজন ও বন্ধুদের বাড়িতে যাচ্ছেন।
কোভিড বিধিনিষেধের কারণে ৫ কিলোমিটার (৩.১ মাইল) দূরত্বের মধ্যে কারো বাড়ি যাওয়া ও ভ্রমণ নিষিদ্ধ করেছিল অস্ট্রেলিয়া সরকার।
যা অনেক পরিবারকে আলাদা করে দিয়েছিল।
ফলে মানুষজন তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করার সুযোগ পেতো না।