ইমরান খানকে চাঁচাছোলা বার্তা জো বাইডেনের

পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসলামাবাদে সফর করা ওয়াশিংটনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তা স্পষ্ট করে দিয়েছেন।
এর আগে যুক্তরাষ্ট্রের উপপরাষ্ট্রমন্ত্রী ওয়েনডি শেরমান মুম্বাইয়ের একটি গণঅনুষ্ঠানে কথা বলেন।
সেখানে তিনি যুক্তরাষ্ট্র-পাকিস্তানের সম্পর্কের নতুন প্যারামিটার নিয়ে কাঠখোট্টাভাবেই কথা বলেন।
তিনি জানান, ভারতের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের গভীরতার সমকক্ষ আর কোনো দেশ নেই।
ইসলামাবাদ সফর খুবই নির্দিষ্ট ও সীমিত উদ্দেশ্য নিয়ে।
কেবল আফগানিস্তান ও তালেবান নিয়ে আলোচনা করতে সেখানে যাওয়া হয়েছে।

মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে বড় পরিসরে সম্পর্ক গড়ার জায়গায় নেই। ভারত-পাকিস্তানকে আলাদা করার সেই দিনগুলোতে ফিরতে আমাদের কোনো আগ্রহ নেই। আমরা এখন আর সেই সময়ে নেই, সেই অবস্থায় ফিরতেও যাচ্ছি না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.