গ্রিসে ৬.৩ মাত্রার ভূমিকম্প

এক মাসেরও কম সময়ের ব্যবধানে গ্রিসে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
মঙ্গলবার দেশটির ক্রিট দ্বীপে স্থানীয় সময় দুপুর ১২টা ২৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির সিটিয়া বন্দর শহর থেকে প্রায় ৩১ মাইল দক্ষিণ-পূর্বে।
আর ভূপৃষ্ঠের ৬ দশমিক ২ মাইল গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

তবে এই ঘটনায় তাৎক্ষণিক গুরুতর ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ এবং দমকল কর্মীরা ক্ষতির জন্য পূর্ব ক্রিট এলাকায় তল্লাশি চালাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.