ঘরোয়া বিমান চলাচলে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত সরকার।
১৮ অক্টোবর থেকে ১০০ শতাংশ যাত্রী নিয়ে উড়তে পারবে দেশের মধ্যে চলাচলকারী বিমান।
২০২০’র ২৫ মার্চ করোনার কারণে ভারতে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
দুমাস বন্ধ থাকার পর ৫০ শতাংশ যাত্রী নিয়ে বিমান উড়ছিল, দ্বিতীয় আভিঘাতে তা আবার বন্ধ হয়।
করোনাভাইরাস সংক্রমণ কমার পর ৮৫ শতাংশ যাত্রী তোলার অনুমতি পেয়েছিল বিমান সংস্থাগুলি।
সর্বশেষ ১৮ অক্টোবর থেকে তারা ১০০ শতাংশ যাত্রীই তুলতে পারবে।
তবে, দুই ঘণ্টার কম সময়ের উড়ানে খাবার বিক্রি করা যাবে না।
বায়ো বাবল সিস্টেমও প্রত্যাহার করা হল।
আরও খবর